জকিগঞ্জে সর্বস্তরের নবীপ্রেমিক মুসলিম জনতার বিক্ষোভ

ভারতের কথিত ধর্মগুরু রামগিরি মহারাজ ও মহারাষ্ট্রের বিধায়ক নিতেশ রানে কর্তৃক মহানবী (স) ও ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জকিগঞ্জে রবিবার বিকালে সর্বস্তরের নবীপ্রেমিক মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও সমাবেশে সর্বদলীয় ছাত্র-জনতা অংশ গ্রহন করে।

মুন্সীবাজার জামেয়া ফয়জেআম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাহমুদ হোসাইন এর সভাপতিত্বে ও ছাত্রনেতা মিনহাজুল হক রিফাতের উপস্থাপনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী, মাওলানা আব্দুল কালাম আজাদ, মাওলানা জয়নুল ইসলাম, প্রবাসী কামরুল ইসলাম, মাওলানা আইনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সাজু আহমদ, ওয়াসিম আকরাম ও জুবের মোহাম্মদ। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইফুর রহমান বাবু, হোসাইন আহমদ প্রমুখ।
পরে মাইজকান্দি জামেয়া ছাইয়িদিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা ফয়জুর রহমানের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের কথিত ধর্মীয় গুরু ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক ইসলাম ও প্রিয়নবী (সা.) কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রিয়নবী (সা.) এর অবমাননা কোনো মুসলমান বরদাশত করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় প্রতিবাদ জানানোর আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন