সিলেটের বিশ্বনাথে নূুর ফাউন্ডেশনের উপজেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা-২৪ সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার (৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৮ম ও ১০ম শ্রেণি) প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পৌর শহরের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উৎসব মুখর পরিবেশে পরীক্ষা গ্রহণ শুরু হয়। এক শিফটে ৪টি বিষয়ে নেয়া হয় ১শ নাম্বারে বহুনির্বাচনী পরীক্ষা।
আগামী ৬ নভেম্বর এ পরীক্ষার ফলাফল প্রকাশিত করবে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এতে উত্তীর্ণ শত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে তারা।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন বিশ্বনাথ পৌর বিএনপির আহ্বায়ক হাজী আবদুল হাই, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাম উদ্দিন, খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ, রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক আবদুস সালাম, বিশ্বনাথ উপজেলা সাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মুজিবুর রহমান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ থানার এসআই প্রদীপ কুমারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আহমদ রাজু ও শিক্ষাবৃত্তি-২৪ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ দুলাল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় পরীক্ষা কার্যক্রমে অংশ নেন পরীক্ষা কেন্দ্রের সহকারি পরিচালক রফিক আহমদ রাজু ও মুহাম্মদ সুমন। অন্যান্যদের মধ্যে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান জাহিদ, শাহীন আলম বিজয়, বুশরা বেগম, সাবিনা ইয়াসমিন, আনহার আহমদ, পূর্ণিমা পাল বর্ষা, বাপ্পি মালাকার, সাব্বির আহমেদ, অতিথি শিক্ষক জোৎস্না রানী, রুবি বেগম, রাজু আহমেদ, নুরুল ইসলাম, ফারজানা বেগম প্রমূখ।