বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথে নতুন নিয়োগকৃত শিক্ষা কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ শে অক্টোবর বিশ্বনাথ বাসিয়া ব্রীজে ইনকিলাব সংসদের সভাপতি, বিএমএসএফ বিশ্বনাথ শাখার প্রতিষ্ঠাতা ও বিশ্বনাথ মহিলা কলেজের ফাউন্ডার চেয়ারম্যান মোছন আলীর সভাপত্বিতে ও কবি এস.পি.সেবু'র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্টানে বক্তব্য রাখেন "ইনকিলাব সংসদের" নির্বাহী সভাপতি কাওছার আহমদ।
খেলাফত মজলিস এর সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাও আব্দুল ওদুদ প্রধান অথিতির বক্তব্য রাখেন। এসময় বিশ্বনাথবাসীর পক্ষে ঘোষনা আসে এই নাস্তিক শিক্ষা অফিসার মাহমুদুল হক বিশ্বনাথে যোগদান করলে কঠোর আন্দোলন ও প্রতিহত করা হবে এজন্য এর দায়ভার কতৃপক্ষকে নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠক আমজদ হোসেন, রিপন তানবীর, সংগঠক এস এম রফিক আহমদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিশ্বনাথ শাখার সভাপতি কমিশনার আনোয়ার আলী, সংগঠক ও হেলো বিশ্বনাথের পরিচালক আমির আলী, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, এনটিভি ইউরোপের ক্যামেরা পার্সন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিশ্বনাথ শাখার সেক্রেটারি আফজল মিয়া, মাও মোক্তার আহমদ,মাও জাফওয়ান আহমদ, দেওকলস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রহিম, মোহাম্মদী মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ,আব্দুল আহাম, ইমরান আহমদ,নিজাম উদ্দিন, আমির উদ্দিন, হাফিজ সাইফুর রহমান জাফর আলী, আলী হোসেন,দিলোয়ার হোসেন প্রমুখ।