জকিগঞ্জে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাভা (এইচপিভি) টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোঃ আল জুনায়েদ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় পৌর শহরের ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
এর আগে সকাল ৯টা থেকে উপজেলার ২৪টি কেন্দ্রে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। ধারাবাহিকভাবে উপজেলার ২১৬ টি কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রী বা ১০ থেকে ১৪ বছর বয়সী ১৫ হাজার জন কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অর্ণব দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি ভট্টাচার্য, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম মিয়া ও জুবায়ের আহমদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবুল মাসুদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিষয়
সিলেটের খবর