আমাদের ভালো কাজ, ভালো চিন্তা, মহৎ উদ্যোগ সমাজের কল্যাণ বয়ে আনতে পারে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২২ অক্টোবর) সুরমা ব্লাড ফাউন্ডেশন জকিগঞ্জ'র সাফল্যের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আটগ্রাম লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সুরমা ব্লাড ফাউন্ডেশন জকিগঞ্জ এর নেতৃবৃন্দের মাধ্যমে জানা যায়, সংগঠনটি গত ১বছরে প্রায় দুই শতাধিক মুমূর্ষু রোগীকে ব্লাড ম্যানেজ করে দিয়ে সহযোগিতা করেছে। দুটি ক্যাম্পেইনের মাধ্যমে ৫০০ জন ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়, ও কয়েক শতাধিক ডোনেট সংগ্রহ করতে পেরেছে। তাছাড়া নতুন রক্ত দাতাদের উৎসাহিত করার জন্য সম্মাননা ক্রেষ্ট প্রধান করেছে। এসময় উপস্থিত ছিলেন সুরমা ব্লাড ফাউন্ডেশন জকিগঞ্জ এর বেশ কয়েকজন সেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী বৃন্দ ও সিলেটের ইউনাইটেড ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি ছালিম আহমদ চৌধুরী প্রমুখ।