ডা. লোকমানের স্বপরিবারে যুক্তরাষ্ট্র যাত্রা : শাহী ঈদগাহ ব্যবসায়ী সমবায় সমিতির সংবর্ধনা


হযরত শাহ মীর (র.) শাহী ঈদগাহ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সদস্য ডা. লোকমান উদ্দিনের স্বপরিবারে যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সমিতির শাহী ঈদগাহস্থ অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ মো. শহীদুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডা. লোকমান উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি ডা. লোকমান উদ্দিন, সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. মোস্তফা আহমদ আজাদ ( মাদানি), সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ আহমদ, বিপ্লব দেব ও মাসুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান ও মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মোহাম্মদ মিলাদ হোসেন, প্রচার সম্পাদক দেলওয়ার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ, অফিস সম্পাদক মোঃ মহসিন আহমদ, নির্বাহী সদস্য আসাদ আহমদ, মোহাম্মদ এজাজুল হক নবীন ও আকতার হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক খাত জোরদার হয়। বক্তারা ডা. লোকমান উদ্দিনের যুক্তরাষ্ট্রে যাত্রা শুভকামনা করে বলেন, তিনি শাহী ঈদগাহ তথা সিলেটের উন্নয়নে প্রবাসে থেকে ভূমিকা রাখবেন।
নবীনতর পূর্বতন