অভিযানের আওতায় সিলেটের জিন্দাবাজার,বন্দরবাজার, মির্জা জাঙ্গাল, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় বেআইনিভাবে রাস্তা ও ফুটপাত দখল করা দোকানপাট সরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনী, পুলিশ ও সিটি কর্পোরেশনের যৌথ তদারকিতে এই উচ্ছেদ কার্যক্রমে দখলকৃত স্থানগুলো পুনরুদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) রাখি রানী দাশ জানান, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সড়কে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, ২৪ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এক বৈঠকে ফুটপাত দখলমুক্ত অভিযান ও হকারদের উচ্ছেদ নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সেনাবাহিনী, সিটি কর্পোরেশন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর নগরের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অপসারণের কারণে সিটি কর্পোরেশনের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে যায়। এই শূন্যতায় হকাররা তাদের নির্দিষ্ট স্থান ছেড়ে সড়কে বসে পড়েন, যার ফলে যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়। জনস্বার্থে এই পরিস্থিতি সমাধানে নগর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে, যা এখন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।