সিলেট-জকিগঞ্জ সড়কে কালীগঞ্জ বাজারের পশ্চিম পার্শ্বে ইছামতি মাদ্রাসার গেইটের সামনে বুধবার বেলা ১টা ৩০ মিনিটের সময সিলেট হতে জকিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় আহমদ আল জীবান (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়। জীবানকে স্থানীয়রা উদ্ধান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
আহত আহমদ আল জীবান ইছামতি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং জকিগঞ্জের খলাদাপনিয়া গ্রামের ফয়ছল আহমদের ছেলে।