সিলেট বিভাগের পরিচিত ধর্মীয় সাংস্কৃতিক সংগঠন ক্বিরা'আতুল কুরআন পরিষদ সিলেট এর উদ্যোগে ১৭ই অক্টোবর বৃহস্পতিবার হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ এর ইছালে সাওয়াব এবং সিলেটে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে একমত বিনিময় সভা সিলেট নগরীর হোটেল গ্রান্ড ইমারাহ-এ অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি সৈয়দ আহমদ আতিল এর সভাপতিত্বে এবং কোষাধক্ষ্য হাফিজ জুবেল আহমদ এর উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন, এম এ সাত্তার এন্ড মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলী হাসান শাহীন, সিলেট জেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা হারুনুর রশীদ, মৌলভীবাজারের মোহাম্মদ সুলতান এন্ড লতিবুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব দূরূদ মোহাম্মদ, বন্ধু লাইব্রেরি সিলেটের স্বত্বাধিকারী প্রবীণ পুস্তক ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম মিলন, সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সেক্রেটারি কাজী মোঃ আব্দুল জলিল খান, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মোহাম্মদ জুয়েল, পরিষদের সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মোজাহিদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রুম্মান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাইমিন আহমাদ, সদস্য সৈয়দ মোস্তফা জামান রাফি।
উপস্থিত ছিলেন জুয়েল আহমদ, নাসরু আহমেদ চৌধুরী, ইমানুর রহমান, ইসমাইল হোসেন, হাফিজ আল আমিন, কামিল হোসেন প্রমুখ।
সভায় ক্বিরা'আতুল কুরআন পরিষদ সিলেট এর নতুন ৬ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারা হলেন জামাল আহমদ, সৈয়দ মোস্তাফা জামান রাফি, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজ মোস্তাক আহমদ, কারী ইসমাইল আহমদ, বায়োজিদ চৌধুরী। এছাড়াও পরিষদের নতুন সদস্য হিসেবে যোগদান করেন আমিনুল ইসলাম লায়েক, নোমান আহমদ চৌধুরী, ফরহাদ আহমদ, সাঈদ আহমদ, হাফিজ রুমেল আহমদ।
মতবিনিময় সভায় পরিষদের উপদেষ্টাবৃন্দ আসন্ন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং পাশাপাশি সিলেট বিভাগের সর্ববৃহৎ ক্বিরাত সম্মেলনে সিলেটবাসীকে সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
এছাড়া সভায় বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ইছালে সাওয়াবের উদ্দেশ্যে মিলাদ পরিচালনা করেন হাফিজ রুম্মান আহমদ এবং মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা আলহাজ্ব মাওলানা হারুনুর রশীদ।