সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের পশ্চিম টিলাগাঁও গ্রামের শাহেদ মিয়ার বাড়িতে নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকাল এগারোটায় আধুনিক স্থানীয় সেবাদানকারী বিজনেস নেটওয়ার্কের সুরমা ইউনিয়ন শাখার সদস্য নারীনেত্রী রাহেলা আক্তারের সভাপতিত্বে ও যুব ফোরাম দোয়ারাবাজার উপজেলা শাখার আহবায়ক শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি সাংবাদিক শাহ্ মাশুক নাঈম, বিশেষ অতিথি যুব ফোরাম দোয়ারাবাজার উপজেলা শাখার সদস্য সুমি আক্তার, উম্মে হাবিবা জেলি। আরও উপস্থিত ছিলেন মো. শাহেদ আলী, মুর্শেদ আলী, সজিব মিয়া, ইমন মিয়া, রাজফুল বেগম, শিপন মুয়া, কবির হোসেন প্রমূখ।
প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে "জলবায়ু অভিঘাতজনিত দুর্যোগে নারীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা, সুরক্ষা ও সক্ষমতা নিশ্চিতকরণ" আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।’