জকিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা


জকিগঞ্জে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অর্ণব দত্ত। অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা, সড়ক দখল করে পন্য বিক্রয়, ফুটপাতে বেআইনি ভাবে গাড়ী পার্কিং করা সহ বিভিন্ন অনিয়মের কারনে ছয় জনকে ৭ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, ফলমুলের দোকান সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার অর্ণব দত্ত বলেন, জকিগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ছয় ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে। এ সময় সতর্ক করা হয়েছে অনেক ব্যবসায়ীকে। দ্রব্যমূল্য জনসাধারণের নাগালের ভেতর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

1 মন্তব্যসমূহ

  1. জারা মুল্য বৃদ্দি করে পন্য বিক্রি করে তাদের সপ বন্দ করা হোক রাস্তাদারে জত কিছু আছে তা উটানো হোক

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন