দুজাহানের সফলতার জন্য নবীজির আদর্শ অনুশীলনের বিকল্প নেই : মাও. মাহমুদ হাসান চৌধুরী

সুনামগঞ্জে ঈদে মীলাদুন্নবী (স) মাহফিল

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, রবিউল আউয়াল মাসকে মুমিনদের ঈমানের বসন্তকাল বলা হয়। আল্লাহর নবী (সা.) ধুলির ধরায় এই মাসে তাশরিফ এনেছিলেন শান্তির বার্তা নিয়ে। আল্লাহ'র দেওয়া শ্রেষ্ঠ নিআমত হচ্ছেন মুহাম্মদ (সা.)। নবীজি শুকরিয়া আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে। আমরা মীলাদুন্নবী (সা.) এর মাহফিল বা র‍্যালি ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুকরিয়া আদায় করি। মহানবী ( সা.) আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের রাসূল (সা.)-এর আখলাকে হাসানার অনুসরণের মাধ্যমে নিজের জীবনকে গড়তে হবে। তাঁর জীবনের বিভিন্ন দিক আমাদেরকে জানতে হবে। দু'জাহানের সফলতার জন্য নবীজির আদর্শ অনুশীলনের বিকল্প নেই।

আজ (৩০ সেপ্টেম্বর ২০২৪) সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সুনামগঞ্জ জগৎ জ্যোতি মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আল্লাহ সারা জাহানের প্রতিপালক আর তিনি তাঁর হাবিব (সা.)-কে গোটা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। মানবতার নবী শুধু মুসলমানদের নিরাপত্তার কথা বলেননি, ভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তার কথাও বলে গেছেন। আজ যেখানে সকল ধর্মের মনীষী একথা অকপটে স্বীকার করেছেন, সৃষ্টির মধ্যে সকল গুণে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ (সা.)। সেখানে ভারতের তথাকথিত ধর্মগুরু নামের মুর্খ, মহানবীর শানে বেয়াদবি করে মানবতাকে কলংকিত করেছে, আমরা তাকে ধিক্কার জানাই। এরকম লাগামহীন বক্তব্যে গোটাবিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং মুসলমানরা মহানবী (সা.) এর অবমাননা বিন্দুমাত্র সহ্য করবে না।

সুনামগঞ্জ জেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজের সভাপতিত্বে ও তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবু তাহির মো. খালিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ড. জিয়াউর রহিম শাহীন, 'আমাদের আঙ্গিনার' সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি ছালিক আহমদ সুমন, সাবেক সহ-সভাপতি আলী মোহাম্মদ ইউসুফ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, জেলা তালামীযের সহ-সভাপতি মুহাম্মদ আল আমিন, জেলা আল ইসলাহ'র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, তারিছ আলী, ছাতক উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী আব্দুস সামাদ, জেলা তালামীযের প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সহ-প্রচার সম্পাদক বেলাল আহমদ, অর্থ সম্পাদক এইচ এম আব্দুল বাছিত, সহ-প্রশিক্ষণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা আল ইসলাহ'র অফিস সম্পাদক মাওলানা নাজমুল হুদা মিসবাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা শামছু মিয়া সজল, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মুখতার আহমদ, সদস্য মাওলানা নজমুল হক নসিবী, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা মহি উদ্দিন এমরান, ছাতক (উত্তর) উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফী, দিরাই উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, তাহিরপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা শমসের আলী মুজাদ্দিদী।

সুনামগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ রাজু'র শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ছাতক (উত্তর) উপজেলা তালামীযের সভাপতি হাফিজুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি দিলোয়ার হোসাইন, দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা সাধারণ সম্পাদক লায়েক আহমদ সোহাগ, জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জগন্নাথপুর (পশ্চিম) উপজেলা সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাসান, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা সহ-সভাপতি আবু বকর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক রমিজ উদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কুদ্দুস মুন্না, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এমরান খান, জগন্নাথপুর পৌর সভাপতি মাহিম আহমদ, দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা সভাপতি ইমদাদ সিদ্দিকী, দোয়ারাবাজার (পূর্ব) উপজেলা সভাপতি লালন আহমদ রাজু, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ছাতক (উত্তর) উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গফফার আল হাসান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন