ভারতে মহানবী (স) কে কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে তালামীযের বিক্ষোভ


জকিগঞ্জ প্রতিনিধি ::
ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে ভারতের হিন্দু ধর্মগুরু নিলগিরি মহারাজ ও মহারাষ্ট্র রাজ্যের বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানের কটুক্তির প্রতিবাদে ইছামতি কামিল মাদরাসা'র হবিবিয়া ছাত্র সংসদ ও মানিকপুর ইউনিয়ন তালামীযের উদ্যোগে জকিগঞ্জে কালিগঞ্জ বাজারো শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

হাজারো মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) মুমিনদের হৃদয়ের স্পন্দন। তিনি মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। ইসলাম প্রিয়নবী (সা.) এর আনীত জীবনব্যবস্থা। ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও প্রিয়নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রিয়নবী (সা.)-এর অবমাননা কোনো মুসলমান বরদাশত করবে না। এদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানাননি। দ্রুততম সময়ে এর প্রতিবাদ জানানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।
 
হবিবিয়া ছাত্র সংসদে ভি'পি আহমদ হোসাইনের সভাপতিত্বে হবিবিয়া ছাত্র সংসদে জি.এস মো. মিছবাহ উদ্দিন চৌধুরী ও মানিকপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম চৌধুরী'র পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, কানাইঘাট উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলার তালামীযের সভাপতি মো: ছাদিকুর রহমান, মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মো: মাহফুজুর রহমান। 

এতে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা'র সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, আরবি প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মো: মাহতাব উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ খান, সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান, আব্দুল হামিদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি জুবায়ের আহমদ,  সহ-সভাপতি মো: খলিলুর রহমান মানিকপুর ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি হাফিজ মো: কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, আমান আহমদ,তাহমিদুর রহমান চৌধুরী, আহমদ আল আমান, শাহান আহমদ প্রমুখ।

1 মন্তব্যসমূহ

  1. ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবুজ প্রান্ত পত্রিকাকে।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন