জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাওয়ালী ও বিপ্লবী সংগীত অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সংগীতানুষ্ঠানে বিখ্যাত কাওয়ালী ও বিপ্লবী সংগীত শিল্পীগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
অনুষ্ঠান মাতিয়ে রাখবে কলরব, দিশারী, রিসালাহ ও স্টুডিও ফোকাস কাওয়ালী টিমের শিল্পীরা। তাছাড়া সিলেট ও চট্টগ্রামের দুটি কাওয়ালী টিম সংগীতানুষ্ঠানে কাওয়ালী ও বিপ্লবী সংগীত পরিবেশন করবে।
অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন, জনপ্রিয় উপস্থাপক কবি মীম সুফিয়ান।
অনুষ্ঠানে বিখ্যাত শিল্পীদের মধ্যে আহমদ আব্দুল্লাহ, শেখ এনাম, শাহ নেওয়াজ চৌধুরী রাজীব, আরিফ বিল্লাহ, আব্দুল ওয়াদুদ ময়নুল, মাহমুদ আব্দুল কাদির, আব্দুল্লাহ ফাহিম, আকরাম বিন বাহার, মাহবুব হাসান সাকিব, রাশেদুল হাসান রাসেল, শাহরিয়ার হোসাইন রাজী, এইচ এম রাশেদ ইকবাল, ওলিউর রহমান, আল মোজাম্মিল, ফখরুল আমিন আকরাম, মারজান রুহি ও মাহদি রাব্বানি সংগীত পরিবেশন করবেন।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছাত্রনেতা হাবিবুর রহমান মাসরুর জকিগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রদের মার্চ করে বিভিন্ন স্লোগান দিয়ে এসে প্রোগ্রামকে সফল ও উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, প্রোগ্রামে "আমরা কেমন জকিগঞ্জ দেখতে চাই " বিষয়ে মতবিনিময় সেশন থাকবে । এজন্য সবাই নিজেদের মতামত কাগজে লিখে আমাদের নির্ধারিত বক্সে রাখার ব্যবস্থা করা হবে।
কাওয়ালী ও বিপ্লবী সংগীত অনুষ্ঠানের স্পনসর ও সার্বিক সহযোগিতায় আছেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ফাহিম আল ইসহাক চৌধুরী।