সমাজের অসহায় দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত অনন্য প্রতিষ্ঠান লতিফি হ্যান্ডস। এটি গৃহহীন মানুষের ঘর নির্মাণ, অন্ধ আতুরদের সাহায্য প্রদান, টিউবওয়েল স্থাপন, এতিমদের ভরণ পোষণ, এবং তাদের কর্মসংস্থানের যোগান দেওয়ার কাজ করে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের কাছে সেবা পৌঁছে দেয়। বিশেষত আগুন লেগে কারো বাড়ি পুড়ে গেলে ঘর নির্মাণ, বন্যায় কবলিত অসহায় মানুষের সেবায় পৌঁছে যায় লতিফি হ্যান্ডস। এরই ধারাবাহিকতায় ফেনী, কুমিল্লা ও নোয়াখালিতে আকস্মিক বন্যার গুরু থেকেই খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ সংস্থা।
ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় তালামীযে ইসলামিয়া ও লতিফি হ্যান্ডসের যৌথ টিম ২৪ আগস্ট থেকে ১সেপ্টেম্বর পর্যন্ত ৯দিন ব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এবার দ্বিতীয় দফায় ৩ সেপ্টেম্বর থেকে চাল, ডালসহ খাবার রান্নার বিবিধ উপকরণ বিতরণে লতিফি হ্যান্ডস কাজ করে যাচ্ছে। পাশাপাশি দুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে মেডিক্যাল ক্যাম্প চালু করেছে। সংস্থার জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী'র নেতৃত্বে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাওলানা গুফরান আহমদ চৌধুরী জানান, ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পের পাশাপাশি সংস্থার পক্ষ থেকে পুনর্বাসন কার্যক্রমও পরিচালিত হবে। তিনি দেশ ও বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন এবং করছেন সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.) তাঁর জীবদ্দশায় মানবসেবার যে ধারা চালু করেছিলেন লতিফি হ্যান্ডস তারই প্রাতিষ্ঠানিক রূপ। মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং নিরলসভাবে মানবসেবার দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছে।