সমাজের অসহায় দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত অনন্য প্রতিষ্ঠান লতিফি হ্যান্ডস। এটি গৃহহীন মানুষের ঘর নির্মাণ, অন্ধ আতুরদের সাহায্য প্রদান, টিউবওয়েল স্থাপন, এতিমদের ভরণ পোষণ, এবং তাদের কর্মসংস্থানের যোগান দেওয়ার কাজ করে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের কাছে সেবা পৌঁছে দেয়। বিশেষত আগুন লেগে কারো বাড়ি পুড়ে গেলে ঘর নির্মাণ, বন্যায় কবলিত অসহায় মানুষের সেবায় পৌঁছে যায় লতিফি হ্যান্ডস। এরই ধারাবাহিকতায় ফেনী, কুমিল্লা ও নোয়াখালিতে আকস্মিক বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণসহ সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে এ সংস্থা।
ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় লতিফি হ্যান্ডসের টিম ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৯দিন ব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। ২য় দফায় ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৬দিন ব্যাপী ক্যাম্প করে চাল, ডালসহ খাবার রান্নার বিবিধ উপকরণ বিতরণ করে এবং পাশাপাশি দুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে মেডিক্যাল ক্যাম্প করে। গত ১৯ সেপ্টেম্বর থেকে আবার ৩য় দফায় পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে লতিফি হ্যান্ডস। সংস্থার জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর নেতৃত্বে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাওলানা গুফরান আহমদ চৌধুরী জানান, লতিফি হ্যান্ডস এর ব্যাবস্থাপনায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পে ফেনী জেলার ফেনী সদর ও সোনাগাজি উপজেলার আহমদপুর, আলমপুর, পূর্ব, পশ্চিম, মধ্যম সোনাপুর, রোহিতিয়া, শ্রীপুর গ্রামের ৩০০জন কৃষকদের মধ্যে সার, বীজ, কীটনাশক ও ১২টি পরিবারে সেলাই মেশিন এবং ১৫০টি পরিবারের মধ্যে তোষক, বালিশ, কম্বল, বিছানার চাদর, মশারী বিতরণ করা হয়েছে। অন্যদিকে নোয়াখালী জেলার সেনভাগ উপজেলায় ৫টি পরিবারে সেলাই মেশিন ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ১০টি পরিবারে সেলাই মেশিন এবং ১৫০টি পরিবারের মধ্যে তোষক, বালিশ, কম্বল, বিছানার চাদর, মশারী বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত এই তিনটি জেলায় ১০০টি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তিনি দেশ ও বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন এবং করছেন সকলকে ধন্যবাদও জানান।
উল্লেখ্য, হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.) তাঁর জীবদ্দশায় মানবসেবার যে ধারা চালু করেছিলেন লতিফি হ্যান্ডস তারই প্রাতিষ্ঠানিক রূপ। মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং নিরলসভাবে মানবসেবার দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছে।