কেমুসামে মাজেদ আহমদ চঞ্চলের স্মরণসভা ও কাব্যগন্থের প্রকাশনা অনুষ্ঠিত

অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল একজন কর্মবীর ও গুণী মানুষ ছিলেন -ড. আশরাফুল আলম

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আশরাফুল আলম বলেছেন মানুষ ভালো কাজ করে আলোকিত হয় এবং সমাজকে আলোকিত করে। ভালো মানুষের অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরন করেন। অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল একজন কর্মবীর ও গুণী মানুষ ছিলেন। শিক্ষকতা সমাজসেবার পাশাপাশি তিনি ছিলেন একজন ভালো লেখক, আজকে প্রকাশিত "তোমার নামের শরন লই" বইটি তাকে সম্মানের সাথে স্মরনীয় করে রাখবে।

তিনি গতকাল শনিবার রাতে জকিগনজ লেখক পরিষদ আয়োজিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল এর "তোমার নামের শরণ লই" বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জকিগনজ লেখক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকীম এর সভাতিত্বে ও আমাদের ডাকের সম্পাদক কবি আলিম উদ্দিন আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আফতাব চৌধুরী, কবি মুকুল চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগনজ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদার, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, এমসি কলেজের সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার ছরওয়ার হোসেন।

মাওলানা বেলাল আহমদ এর কোরআন তেলাওয়াত ও রিসালাহ পরিচালক ইসলামী সংগীত শিল্পী আব্দুল ওয়াদুদ ময়নুল এর সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া স্মরণসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, বিশিষ্ট আলেমে দ্বিন মাওলানা আব্দুল আলিম, জকিগনজ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ৩নং কাজলশাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, জকিগনজ লেখক পরিষদের সহসভাপতি মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা সাংবাদিক জুবায়ের আহমদ, এবি ব্যাংক উপশহর শাখার ম্যানেজার ইখতিয়ার আহমদ চৌধুরী, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির লেকচারার আনিকা সামিহা, প্রিন্সিপাল মনজুরে মওলা, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, জকিগনজ পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল আহাদ, জকিগনজ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সুপার কায়েস মাহমুদ চৌধুরী শিপার, জকিগনজ হসপিটালের চেয়ারম্যান সোয়েব লষ্কর, ইন্জিনিয়ার দিলিপ কুমার মজুমদার, জামালগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠিতা সভাপতি মোঃ নূরুল হক, সুবাসের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আছলাম হোসেন, শাবিপ্রবি মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক লিমন তালুকদার।

স্মরণসভায় জকিগনজ লেখক পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চলকে দেওয়া মরনোত্তর সম্মানা স্মারক গ্রহণ করেন তাঁর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাহির মাজেদ তিহাম ও (সিভিল ইঞ্জিনিয়ার) তৌসিফ মাজেদ পিহাম। এসময় ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা কবি আব্দুল আউয়াল হেলাল তিনি স্মরণসভা সফলের জন্য সকলের কৃতজ্ঞতা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন