গোলাপগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ বৃদ্ধার মৃত্যু


সিলেট-জকিগঞ্জ সড়কে গত শনিবার রাত ১১ টার সময় গোলাপগঞ্জ এমসি একাডেমী ও কলেজের পাশে সড়ক দূর্ঘটনায় রাফিয়া বেগম (৬০) নামের ১ বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, প্রাইভেট কারের ধাক্ষায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী। তিনি এমসি একাডেমী ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তার (৪৫) এর বাসা হতে ছোট মেয়ে হেলেন বেগম (৪০) এর বাসায় যাওয়ার জন্য সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপার হওয়ার সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১৫-৮৪২৯ ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায় ও ড্রাইভার পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন