সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম-এর সাথে মতবিনিময় করেছে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করবে।
তারা আরো বলেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। অনিয়ম দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। কোথাও কোন ধরনের অনিয়ম-দুর্নীতি হলে তা প্রতিরোধ করতে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেন।
এ মত বিনিময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আজ আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে না থাকলে আমিও শিক্ষার্থীদের কাতারে থাকতাম। উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পরিকল্পনা করে এ উপজেলার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে যে কোন সহযোগিতায় আমার সাথে সরাসরি আলোচনা করতে পারেন। একে অপরের সাথে আন্তরিকতা রেখে সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি আগ্রহ প্রকাশ করেন।
এসময় জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জাফর ইকবাল, আশরাফুজ্জামান রাদি, মোঃ আনোয়ার হোসেন মিলন, রুমেল আহমেদ উপস্থিত ছিলেন।
বিষয়
বৈষম্যবিরোধী আন্দোল