শাহপরান মাজারে গান-বাজনা ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ


সিলেটের ঐতিহ্যবাহী শাহপরান (রহ.) মাজারে প্রতিবছর ওরসের আয়োজনকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। এ বছর থেকে মাজারে ওরস উপলক্ষে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ এই ঘোষণা দেন। তিনি বলেন, "মাজারে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে, কোনো বাদ্যযন্ত্র নিয়ে আসার অনুমতি নেই। আমরা এইসব কার্যকলাপের তীব্র নিন্দা জানাই।

প্রতি বৃহস্পতিবার মাজার প্রাঙ্গণে গান-বাজনার আড়ালে মাদকের ব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মাজারের খাদিম পরিবার কোনোভাবেই সমর্থন করেন না। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা ছাত্র জনতা, উলামা মাশায়েখ এবং সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে গান-বাজনা ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে আওয়াজ তোলা হয়।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার মহাদ্দিস, স্থানীয় কাউন্সিলরসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, মাজারের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওরসের প্রথম দিন খতমে কোরআন, দোয়া, ও মিলাদ মাহফিল এবং পরবর্তী দিনগুলিতে গিলাফ চড়ানো, গরু জবেহ, এবং আখেরি মোনাজাতের আয়োজন করা হয়। তবে, নির্ধারিত কর্মসূচির বাইরে নাচ-গান, মদ-জুয়া, নারী নৃত্যসহ বিভিন্ন অনৈসলামিক কর্মকাণ্ড ঘটতে থাকে।  

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশেনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, "মাজারে গান-বাজনা এবং অশ্লীলতা বন্ধের বিষয়ে আমরা বৈঠক করেছি। আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে এবং মুসল্লি, ছাত্র-জনতা ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।"

শাহপরান মাজার কর্তৃপক্ষের এই নতুন সিদ্ধান্ত ধর্মপ্রাণ মুসলিমদের কাছে প্রশংসিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে থেকে আসা ভক্তরা এই সিদ্ধান্তের মাধ্যমে মাজারের পরিবেশ শান্তিপূর্ণভাবে বজায় রাখার আহ্বান জানাচ্ছেন।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন