কয়েকদিন থেকে প্রচন্ড তাপদাহের পর অবশেষে আজ দুপুর ২ টার দিকে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছিল জকিগঞ্জবাসী। কিন্তু বৃষ্টির সাথে প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় পুরো জকিগঞ্জ, দেখা দেয় ব্যাপক ক্ষয়ক্ষতি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে আছে পুরো উপজেলা।
আধাঘন্টার মতো স্থায়ী হওয়া বজ্র বৃষ্টি সহ ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জকিগঞ্জ উপজেলায়। উপড়ে গেছে বিদ্যুতের খুটি, ভেঙ্গে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টিনের ঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে পুরো উপজেলা।
শনিবার দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে এই উপজেলায় প্রবল বেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকস্মিক এই ঘূর্ণিঝড় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
জানা যায় ঘুর্ণিঝড়ের ফলে উপজেলায় প্রায় শতাধিক গাছ উপড়ে গেছে এবং আনুমানিক ২০টির মত টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ জকিগঞ্জ জোনাল অফিসের এজিএম আবুল ফজল জানান, পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। গাছ পড়ে বিভিন্ন স্থানের মেইন লাইনসহ অন্যান্য তার ছিড়ে গেছে, এছাড়া অনেক বৈদ্যুতিক খুঁটি উল্টে পড়েছে।
তিনি আরও জানান, জকিগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে এখন পর্যন্ত অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন এলাকায় কাজ করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় ৬ টি খুঁটি উল্টে যাওয়ার তথ্য পাওয়া গেছে। রাতে বিদ্যুৎ আসার কোনো সুযোগ নেই। আগামীকাল সদরদপ্তর থেকে আমাদের সহায়তার জন্য ৩টি ডিম আসবে। কখন বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।