ইসলাম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) কে নিয়ে ভারতের বিজেপি সরকারের দুই নেতা কর্তৃক অবমাননাকর মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উদ্দীপ্ত তরুণ সংঘ, কান্দিগ্রাম প্রবাসী সমাজকল্যাণ সংস্থা ও আবাবিল যুব পরিষদের যৌথ উদ্যোগে রবিবার বাদ আসর জকিগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ পুরাতন কোর্ট জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম.এ হক চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি হা. জাবের আহমদের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সেলিম আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উদ্দীপ্ত তরুন সংঘের উপদেষ্টা মাও. জয়নুল ইসলাম, সাবেক সিনিয়র সভাপতি আবু বক্কর সিদ্দীক মুরাদী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রাদি, সদস্য সাজু আহমদ, নাজির আহমদ আফজল, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মুমিনদের হৃদয়ের স্পন্দন। আর ইসলাম হল বিশ্বনবী (সা.) এর আনীত জীবনব্যবস্থা। ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও বিশ্বনবী (সা.) কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। মুসলমানরা সবকিছু সহ্য করলেও বিশ্বনবী (সা.) এর অবমাননা সহ্য করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
বিষয়
প্রতিবাদ