জকিগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে এডভোকেসী সভা অনুষ্ঠিত


জকিগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধের লক্ষে পৌর প্রশাসক ও কাউন্সিলরদের সাথে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ও মা-মনি মহিলা উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর দুপুরে জকিগঞ্জ পৌরসভার প্রশাসক অর্ণব দত্তের সভাপতিত্বে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস।

যুব সংগঠক ময়নুল হকের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ। আলোচনায় অংশগ্রহয় করেন জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহুল আমীন রিপন, এসডিএসের সভাপতি অপূর্ব পাল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।

সভায় এসডিএস নেতৃবৃন্দ অসংক্রামক রোগ কমিয়ে আনতে পুরাতন লঞ্চঘাটের পশ্চিম পাশে ওয়াকওয়ে নির্মাণ, জকিগঞ্জ শিশু পার্কের পরিবেশ ব্যবহার উপযোগী করা, পৌর এলাকায় শিশুদের খেলাধুলার সুবিধার্থে একটি মিনি স্টেডিয়াম নির্মান, কেছরী জামে মসজিদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, এমএ হক চত্ত্বর থেকে স্থায়ীভাবে সিএনজি স্ট্যান্ড স্থানান্তর ও জকিগঞ্জ বাজারের ফুটপাত সমুহ দখলমুক্ত করা সহ বিভিন্ন সুপারিশ সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ জানান, বর্তমান সময়ে অতিরিক্ত স্থুলতা, ওজন এবং অপুষ্টি এ সবই অসংক্রামক রোগের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডায়াবেটিস, সিওপিডি, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসংক্রামক রোগ বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ।

বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৬৭%-এর কারণ অসংক্রামক রোগজনিত রোগ। অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের অভ্যাস, তাজা শাক-সবজি-ফল-মূল কম খাওয়া, শরীরচর্চা, ব্যায়াম বা পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, মাদক সেবন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার, পরিবেশ দূষণ অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারণ। নাগরিকদের সুস্থ রাখতে এবং অসংক্রামক রোগ কমিয়ে আনতে পেশকৃত সুপারিশসমুহ মূল্যায়ন করতে এসডিএসের পক্ষ থেকে অনুরোদ জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন