সিলেট-জকিগঞ্জ রোডের সড়কের বাজার এলাকায় সোমবার বিকাল ৫টার সময় দেলোয়ার হোসেন (৩২) নামের এক মোটর সাইকেল আরোহী মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেছেন।
নিহত দেলোয়ার হোসেন জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের আব্দুল কাদিরের ছেলে। গোটারগ্রাম পয়েন্টে তার স্টেশনারি দোকান রয়েছে বলে জানা গেছে। স্টেশনারি ব্যবসার পাশাপাশি একটি কোম্পানির ডিলার হওয়ায় ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন বাজারে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করে থাকেন।
প্রতিদিনের ন্যায় আজ সোমবার বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ রোডের কানাইঘাট উপজেলার সড়কের বাজার এলাকায় ব্যবসায়ী কাজ শেষ করে দোকানে ফেরার পথে সড়কের বাজারের মাছুখাল নামক স্থানে আসামাত্রই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।