জকিগঞ্জে প্রবীন শিক্ষক আব্দুল হক মাস্টারের ইন্তেকাল


জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের বাসিন্দা, প্রবীন শিক্ষক মাস্টার আব্দুল হক (৮০) মঙ্গলবার দুপুর ১২ টা ৪০ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিক বিভিন্ন রোগে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। 

আজ রাত ৯ টার সময় থানাবাজার ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাস্টার আব্দুল হক জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সর্বশেষ কর্মস্থল ছিল ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরো উপজেলায় তাঁর অসংখ্য ছাত্র রয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন