জকিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু


জকিগঞ্জে মসজিদের পুকুরে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলেরবন্দ জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটেছে।

নিহত আমিনুল ইসলাম আমিন (২৫) বিলেরবন্দ গ্রামের বাবুল আহমদের ছেলে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের চাচাতো ভাই জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলাল আহমদ জানান, সে কিছুটা অসুস্থ ছিলো। জুমার নামাজে যাওয়ার জন্য মসজিদের পুকুরে গোসল করতে যায়। ফিরতে দেরী হওয়ায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন