ঐতিহ্যবাহী থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও সৌন্দর্য-শৃঙ্খলা এবং অগ্রগতির জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি জেনারেল কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার সময় মাদ্রাসা কনফারেন্স হলে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি তুতিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার আব্দুশ শহীদ তাপাদার মাহতাবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. আব্দুল জব্বারকে সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মাওলানা আলাউদ্দিন তাপাদারকে সহ-সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট জেনারেল কমিটি গঠন করা হয়। কমিটিতে বৃহত্তর থানাবাজার এলাকার যুবক ও বিশিষ্টজনদের অন্তর্ভুক্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্টের প্রতিনিধি সহ-সুপার মাওলানা এবাদুর রহমান।
তাছাড়া সভায় মাদ্রাসার আয়-ব্যায়ের হিসাব নিরীক্ষণের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করা হয়। অডিট কমিটির দায়িত্বশীলরা হলেন- বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহীম, আলোর মেলা আইডিয়েল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমদ, থানাবাজার মাদ্রাসার সহকারি শিক্ষক জিল্লুর রহমান।