পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময়
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে জকিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের থাকবে কঠোর নজরদারি। গতরাত সাড়ে ৭ টার সময় জকিগঞ্জ ডাকবাংলোয় পূজা উদযাপন পরিষদ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ আশ্বাস প্রদান করেন শিক্ষার্থীরা। জকিগঞ্জে যাতে পরিপূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গোৎসব পালিত হয়, তার জন্য অতন্দ্র প্রহরী হয়ে পাশে থাকবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস, মানিকপুর ইউনিয়ন শাখার আহবায়ক সুমন পাল, খলাছড়া ইউনিয়নের আহবায়ক রাজু মনি, জকিগঞ্জ সদর ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক লিপন বিশ্বাস, কাজলসার ইউনিয়নের দপ্তর সম্পাদক মনতন মালাকার, সদস্য মিল্টন রায় ও অমিত মালাকার।
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের আহমদ, এমসি কলেজের শিক্ষার্থী রেদুয়ান রাফি, জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী দিদারুল ইসলাম, এমসি কলেজের শিক্ষার্থী লুৎফুর রহমান চৌধুরী, মোঃ জাফর আহমদ, মোহাম্মদ রাসেল আহমদ, মোঃ ইমরান হোসেন, মোঃ রাহাত ইসলাম, রিফাত আহমদ, আশরাফুজ্জাম রাদী প্রমূখ।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।
উল্লেখ, দূর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য জকিগঞ্জের কুশিয়ারা নদীর কাস্টমস ঘাট বেশ গুরুত্বপূর্ণ। সিলেটের চাদনীঘাটের পর এটি হচ্ছে সবচে গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জনের স্থান। তাছাড়া এটি ভারত-বাংলাদেশ দুই পাড়ের মানুষের মিলনমেলায় পরিনত হয়।