জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানিতে ভেসে আসা আনুমানিক ৩৫ বছরের এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বীরশ্রী ইউনিয়নের বড়পাথর জাগিদার খাল এলাকায় নদীর তীরে আটকে থাকা লাশটি দেখলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মেম্বার পুলিশকে খবর দেন। খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই মহরম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃতদেহের পরনে ছিল কালো গেঞ্জি ও বেল্টযুক্ত জিন্স পেন্ট।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সুরতহাল রিপোর্ট অনুযায়ী মৃতদেহের বুক, পিঠ ও পেট ফোলা। জিহ্বা দাঁত দ্বারা কামড় অবস্থায় বাহিরমুখী। ডান হাতে হিন্দু ধর্ম বিশ্বাসের আশির্বাদ তাগা রহিয়াছে। লাশের মুখমন্ডল ও ঠোঁট মাছে খেয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। মৃতদেহের চামড়া খসা ও খতনা বিহীন-অমুসলিম ব্যক্তি বলিয়া মনে হচ্ছে। পচা-দুর্গন্ধযুক্ত লাশটি ৫/৭ দিন আগের বলে পুলিশের ধারনা।
সিআইডি ও পিবিআইকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হলে লাশের ফিঙ্গারপ্রিন্ট উত্তোলন করা হবে জানালে জকিগঞ্জ থানার এসআই মহরম আলী ও কনস্টেবল রুবেল দাস লাশের সাথে এ্যাম্বুলেন্স যোগে সিলেটে যান।
জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন নিহতের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে। লাশের পরিচয় সনাক্ত করতে স্বজনদের জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ০১৩২০- ১১৮০২১ নম্বরে অথবা ডিউটি অফিসারের ০১৩২০- ১১৮০২৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।