জকিগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। গতকাল (০৮ আগষ্ট) বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গনে এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় নেতাকর্মীরা বাড়িঘর ও মন্দিরের নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এলাকাবাসী এবং নেতাকর্মীদের তাদের সবরকম সহযোগিতায় পাশে থাকার নির্দেশ প্রদান করেন।

ইকবাল আহমদ তাপাদার বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করবে। আপনারা আমাদের ভাই। আমরা আপনাদের সাথে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। আপনাদের সুখে দুঃখে পাশে থাকা ও নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম লিটন, সিলেট মহানগর কৃষকদল নেতা আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন