বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল


সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি এর আয়োজনে, সিলেট উইমেন্স মডেল কলেজ মিলনায়তনে, ০৯ আগস্ট, শুক্রবার উইমেন্স মডেল কলেজ মিলনায়তনে, সংগঠনের সভাপতি আরাফাত আহমদ চৌধুরী'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান মোঃ কাজিমের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন আতিকুর রহমান সালিম। উক্ত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহতদের সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন, লেখক ও সাংবাদিক  মাজহারুল ইসলাম জয়নাল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রনি , সাবেক সভাপতি মামুনুর রশিদ, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাসান মোঃ কাজিম, সাংগঠনিক সম্পাদক শাহান আল মাহদি, মাজেদ আহমদ সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে যারা শহীদ  হয়েছেন তাদের অবদান এ জাতি কখনো ভুলব না। বাংলাদেশে যেনো আর কখনো জুলুমের রাজত্ব কায়েম না হয়। আল্লাহ যেন সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।

এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মাজেদ আহমদ, মারজান আহমদ, হোসাইন আহমদ, আতিকুর রহমান সালিম, সুফিয়ান আহমদ, কামরান আহমদ, কাজী সাইদুল,  মারজান আহমদ, আল আমিন মাহিন, আব্দুর রহমান, সাকিব হাফিজ কামরুজ্জামান, সহ প্রমুখ। সভা শেষে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করে ন সাবেক সভাপতি মামুনুর রশীদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন