সাংবাদিক বদরুল হক খছরু আর নেই : জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক

জাতীয় দৈনিক ইনকিলাবের দীর্ঘদিনের উপজেলা সংবাদদাতা, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সাবেক সভাপতি সাংবাদিক বদরুল হক খছরু মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটের সময় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগছিলেন। বুধবার বেলা ২ টার সময় জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে মরহুমের ১ম জানাযা ও বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় ঈদগাহ বাজার হাইস্কুল মাঠে জানাযা শেষে খলাছড়ার নওয়াবাড়ী গ্রামের বাড়ীতে দাফন করা হবে।

ব্যক্তি জীবনে তিনি একজন সজ্জন ও পরোপকারী মানুষ ছিলেন। তাঁর ইন্তেকালে জকিগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক বদরুল হক খসরু দৈনিক ইনকিলাব পত্রিকায় বহু বছর সুনামের সাথে উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি স্থানীয় দৈনিক সিলেটের ডাক পত্রিকায় দীর্ঘকাল নিজস্ব সংবাদদাতা কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। সুদীর্ঘকাল জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাছাড়া পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উদযাপন কমিটি জকিগঞ্জের সভাপতি, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সহ বহু সামাজিক দায়িত্ব পালন করেছেন।

এদিকে প্রথিতযশা সাংবাদিক বদরুল হক খসরুর ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দায়িত্বশীল সাংবাদিকেরা। এক শোকবার্তায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক উল্লেখ করেন, সাংবাদিক বদরুল হক খসরু ছিলেন জকিগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জল নক্ষত্র। একজন নির্ভেজাল ও পরোপকারী সজ্জন সাংবাদিকের ইন্তেকালে আমরা শোকাহত। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন ও শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন