জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা আক্তারের অপসারণ


জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর এবং মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা আক্তারকে তাদের পদ থেকে অপসারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার, সারা দেশের মোট ৯৮৮ উপজেলা চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খারা ১০ম প্রয়োগ করে জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর এবং মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা আক্তারকে তাদের পদ থেকে অবিলম্বে অপসারণ করা হলো। 

প্রজ্ঞাপনে আরো বলা হয়, "জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন