জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।


শনিবার বাদ আসর থেকে বাবুরবাজার আল-মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার। 

উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহমদ মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক।

বক্তব্য রাখেন বারঠাকুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার রশীদ বাবু, সুলতানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রশীদ রিপন, বারহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদ আহমদ চৌধুরী, বারঠাকুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আহমদ, কসকনকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুমেল আহমদ, যুবদল নেতা জামিল আহমদ লস্কর প্রমুখ।

সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি খুনের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে ফাঁসি কার্যকর করা ও সকল গুম, খুন এবং লুটপাটের বিচারের আহবান জানান।


অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা ও অতিথিদের মধ্যে শিরনীর ব্যবস্থা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন