জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ পেলেন জকিগঞ্জের কলি


তরুণদের নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করা এবং বিশ্বব্যাপী সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী শারমিন সুলতানা কলি জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪-এর জন্য নির্বাচিত হয়েছেন। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় ফেলোশিপের ফলাফল প্রকাশিত হয়।

কলি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের বাসিন্দা ও গঙ্গাজল (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিকের  বড় মেয়ে।

জাতিসংঘের ফলোশীপ পাওয়া কলি সিলেটের জকিগঞ্জে উপজেলার ট্যালেন্টস হোম থেকে ২০১১ সালে জিপিএ-৫ পেয়ে প্রাথমিক সমাপনি পরীক্ষায় উত্তীর্ণ হন, এরপর ২০১৭ সালে একই উপজেলার জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং সিলেটের স্কলার্স হোম পাঠানটুলা শাখা থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে  A+ পেয়ে উত্তীর্ণ হন। বর্তমানে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত। 

সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষা, ডিবেইড সহ বিভিন্ন কো -ক্যারিকুলামে  কলি স্কুল জীবন থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছেন।  দীর্ঘ দিন থেকে  জাতিসংঘ কর্তৃক প্রদত্ত Sustainable  Development Goals ( SDG) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে UPG এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিকল্পে কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, জাতিসংঘ একাডেমিক ইমপেক্ট ( ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক এমসিএন পরিচালিত ওই প্রোগরামটি সারা বিশ্বের তরুন শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা উন্নয়নে উৎসাহিত করে, এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য তাদের চেলেঞ্জ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে।

মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক টিমের তথ্যমতে এ বছর সারা বিশ্বের ১৭০ টি দেশের ৬০০০ ক্যাম্পাস থেকে মোট ৫২৫৮১ শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের আবেদন করেন। তাদের মধ্য থেকে ৪০ টি দেশের ২০০ ক্যাম্পাসকে নির্বাচন করা হয়েছে, যার মাধ্যমে ৪০০০(৫%) শিক্ষার্থীকে মিলেনিয়াম ফেলো হিসেবে মনোনীত করা হয়েছে।

মিলেনিয়াম ফেলোশিপ পাওয়া শারমিন সুলতানা কলিকে তার  অনুভূতি জানতে চাইলে বলেন- আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আনন্দিত,অভিভূত। বিশ্বব্যাপী  এসডিজি লক্ষ্য মাত্রা অর্জনে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। নারীরাও পুরুষের পাশাপাশি সুন্দর বিশ্ব বিনির্মাণে সমান অবদান রাখতে পারে, এতে ইচ্ছা শক্তির প্রয়োজন। স্কলারশিপ নিয়ে আমি আমেরিকায় পোস্ট গ্রেজুয়েট করতে চাচ্ছি। সকলের দোয়া প্রার্থী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন