গঙ্গাজল মাদ্রাসা থেকে সরকারি বৃত্তি পেলো আবু ইউসুফ


জকিগঞ্জ উপজেলার প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত দাখিল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাবী শিক্ষার্থী আবু ইউসুফ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। গত ১৫ আগষ্ট দাখিল পরীক্ষার্থীদের সরকারি বৃত্তির রেজাল্ট প্রকাশিত হয়। এবারে সিলেট বিভাগে সাধারণ বিভাগ থেকে মোট.পাঁচ জন ছেলে শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করেন। তাদের মধ্যে আবু ইউসুফ একজন। 

জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের বাসিন্দা মো. জাকির হোসাইন ও শাহানারা মমতাজ দম্পতির চতুর্থ সন্তান আবু ইউসুফ। স্বপরিবারে সৌদি প্রবাসী জাকির হোসেন স্ত্রী - সন্তানদের নিয়ে দেশে আসেন ২০১৯ সালে। আবু ইউসুফ গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় ৭ম শ্রেণিতে ভর্তি হয়ে প্রখর মেধার পরিচয় দেন।

মাদ্রাসার অধ্যক্ষ মো: মস্তাক আহমদ জানান, অত্যন্ত মেধাবী আবু ইউসুফ প্রতি শ্রেণিতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়। বিশেষ করে আরবী ভাষা ও সাহিত্যে তার বিশেষ দক্ষতা রয়েছে। নম্র, ভদ্র ও আনুগত্যের দিক থেকে সে অতুলনীয়। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

বৃত্তিপ্রাপ্ত আবু ইউসুফকে তার  অনুভূতি জানতে চাইলে বলেন, আমি খুবই আনন্দিত। এ বৃত্তি আমাকে অনুপ্রেরণা দিবে আলোকিত মানুষ হওয়ার পথে। আমি আলিমে ও ভালো রিজাল্ট করে একজন ইসলামী স্কলার্স হতে চাই। আমার শিক্ষক, পিতা-মাতা ও এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন