তোপের মুখে পদ ছাড়লেন দুই অধ্যক্ষ, দৌড়ে পালালেন প্রধান শিক্ষক

সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দুই কলেজের অধ্যক্ষ। শিক্ষার্থীদের তোপেরমুখে দৌড়ে পালিয়েছেন আরেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রোববার সিলেট নগরী ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ ও কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় এবং গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

পদত্যাগকারীরা হলেন ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা বেগম ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী। শিক্ষার্থীদের তোপেরমুখে স্কুল ছেড়ে পালানো শিক্ষকের নাম গৌরা ঘোষ। তিনি কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক।

জানা যায়, কয়েক দিন ধরে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছেন।রোববার সকাল থেকে তার প্রকট আকার ধারন করে। সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর ১২টার দিকে বাধ্য হয়ে হুসনে আরা বেগম অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি নেন।

এদিকে, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অংকের শিক্ষক দীপক চৌধুরী বুলবুল ক্যাম্পাস থেকে দৌঁড়ে পালিয়ে যান। এসময় কিছু শিক্ষার্থী মারমুখি হলে অন্য ছাত্র-ছাত্রীরা তাকে আগলে রিকশায় তুলে দেন।

শিক্ষার্থীদের বক্তব্য অধ্যক্ষ হুসনে আরা বেগম ও শিক্ষক দীপক চৌধুরী বুলবুল আওয়ামী লীগপন্থী এবং তারা নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন। তাই পরিস্থিতি বদলে যাওয়া এখন আর তারা এ শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারবেন না।

এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবীতে কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন চলছিল ঢাকাদক্ষিণ সরকারি কলেজেও। রোববার সকালে শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন