জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়


জকিগঞ্জ থানার নবাগত ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, মিডিয়া অফিসার এস.আই মফিদুল হক সজল।

মতবিনিময় সভায় ওসি আব্দুল লতিফ তরফদার জকিগঞ্জে দায়িত্ব পালনে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে একটি পরিবর্তন সাধিত হয়েছে। এই মুহুর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখা। বিগত ৫ আগষ্ট পরবর্তি সময়ে জকিগঞ্জ থানা পুলিশের প্রতি জনসাধারণ যে সহমর্মিতা প্রকাশ করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন হযরত শাহজালাল (রহ) এর অন্যতম সঙ্গী শাহ জাকি (রহ.) এর স্মৃতি বিজড়িত জকিগঞ্জ বরাবরের মতো ধর্মীয় ও রাজনৈতিক ভাবে সম্প্রীতি বজায় করে আসছে। এ সম্প্রীতি ভবিষ্যতে বজায় থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশ ও চায় জনগনের প্রকৃত বন্ধু হিসেবে ভূমিকা পালন করতে। এজন্য দরকার একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করে রাজনৈতিক প্রভাব থেকে বাহিনীকে মুক্ত করা। পুলিশের এই প্রত্যাশা পূরন করতে গণমাধ্যম ও সাংবাদিকদের সহয়তা কামনা করেন। পাশাপাশি আইন শৃংখলার উন্নয়নে ও এলাকার স্থিতিশীলতা বজায রাখার স্বার্থে সব ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।
জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের প্রতি অতীতের মত জকিগঞ্জ থানার নতুন ওসিকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা পুলিশকে সবধরনের সহযোগিতা করবে। পাশাপাশি কোনো নিরীহ মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সে ব্যাপারে থানা পুলিশের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তারেক আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, সদস্য আব্দুস শহীদ সাকির ও সাইফুর রহমান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন