বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে উপজেলার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমীন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম-এর সঞ্চালনায় প্রধন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছদিওল হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম যুবদলের আহবায়ক হাসান আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রওশন আহমদ মেহদী, আব্দুল মুমিন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনূর রশিদ রিপন, বারহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদ আহমদ চৌধুরী, কাজলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, বারঠাকুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আহমদ, বিরশ্রী ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজাহান আহমদ, সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল বাশার, কসকনকপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুমেল আহমদ, বারহাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া আহমদ, সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল আহমদ, বারঠাকুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসাইন আহমদ, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিমান আহমদ, কাজলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাউছার আহমদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা অতিবিলম্বে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, দেশে ফিরিয়ে এনে সন্ত্রাস, গুম, খুন, অর্থপাচার সহ সকল অনিয়মের বিচারের জন্য অন্তবর্তী কালীন সরকারের প্রতি দাবি জানান।
বিষয়
বিএনপি-খালেদা জিয়া