সিলেটে পেশাগত কাজে হামলার শিকার সময় টেলিভিশনের সাংবাদিক ও ভিডিও জার্নালিস্ট

সিলেটে পেশাগত কাজ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের সিলেটে কর্মরত রিপোর্টার অপু বনিক এবং ভিডিও জার্নালিস্ট নওশাদ আহমেদ চৌধুরী। শনিবার (১৭ আগস্ট) বিকেলে সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে এইচএসসি পরীক্ষায় অটোপাশের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এই ঘটনা ঘটে।

বিকেল ৪:৩০ মিনিটে চৌহাট্টা পয়েন্টে পেশাগত কাজ করার সময় ছাত্রদের দ্বারা আক্রমণের শিকার হন এই দুই সাংবাদিক। রিপোর্টার অপু বনিক জানান, তিনি ও তার সহকর্মী নওশাদ আহমেদ চৌধুরী ছাত্রদের আক্রমণের শিকার হন। তারা উভয়েই প্রচণ্ড কিল-ঘুষি ও লাথির শিকার হন। অপু বনিকের বক্তব্য অনুযায়ী, ছাত্ররা তাদের জীবন হুমকির মুখে ফেলে দেয় এবং কষ্ট করে সেখান থেকে তারা পালিয়ে আসেন।

হামলার শিকার ভিডিও জার্নালিস্ট নওশাদ আহমেদ চৌধুরী জানান, মোটরসাইকেল ঘিরে একদল ছেলে তাদের আক্রমণ করে। তারা "ভুয়া, ভুয়া" স্লোগান দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং ক্যামেরা নিয়ে টানাটানি করে। নওশাদ আহমেদ চৌধুরীর বাম হাঁটুতে প্রচণ্ড আঘাত লাগে।

এই হামলার ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাংবাদিকদের উপর এই ধরনের হামলার ঘটনায় সিলেটের গণমাধ্যমকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন