জকিগঞ্জে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মেয়র পদে শপথ নিলেন ফারুক আহমদ

দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি প্রক্রিয়ার পর, ফারুক আহমদ জকিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে, মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকীর কাছ থেকে শপথ গ্রহণ করেন।

২০২১ সালের ৩০ জানুয়ারির নির্বাচনে, ফারুক আহমদ মাত্র দুই ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি ফলাফল চ্যালেঞ্জ করে ভোট পুনঃগণনার আবেদন করলেও, তৎকালীন সময় কোনো প্রতিকার পাননি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলে, দীর্ঘ আইনি লড়াই শেষে সিলেটের নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর তাকে মেয়র হিসেবে ঘোষণা করে।

ফারুক আহমদ বলেন, "জনগণের ভোটের প্রতিফলন ঘটেছে। এ বিজয় পৌরবাসীর বিজয়। সত্যের জয় হয়েছে।"

এর আগে, সাবেক মেয়র আব্দুল আহাদ এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু চলতি বছরের ৫ জুন আদালত সেই আপিল খারিজ করে দেয়। পরবর্তীতে, নির্বাচন কমিশন ফারুক আহমদকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম জানান, ফারুক আহমদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন