প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চললেও সরকার বলছে স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি


অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।   

প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবেনা, তাই তা ঠিক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে গত ৫ আগস্ট সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানায় ৬ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

আইএসপিআরের বার্তার পরে প্রাথমিক বিদ্যালয় গুলোতে নিয়মিত ক্লাস চলার পাশাপাশি শিক্ষা অফিসের কর্মকর্তারা পরিদর্শন অব্যাহত রেখেছেন। প্রশ্ন হলো যদি প্রাথমিক বিদ্যালয় গুলো খোলার সিদ্ধান্তই হয়নি তাহলে স্কুলের শিক্ষক-কর্মচারিরা প্রতিদিন স্কুলে গিয়ে কি করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন