শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদের পদত্যাগ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ও তিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

মো. ফজলুর রহমান বলেন, ‘উপাচার্যের পদত্যাগের বিষয়টি জেনেছি। তবে দাপ্তরিক কোনো কাগজ আসেনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, আসিফ ইকবাল ও মো. সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। এই তিন কর্মকর্তা মুঠোফোনে আমাকে তাঁদের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।’

উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকেও প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন একজন কর্মকর্তা।

এর আগে গত বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেন। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া এক দিনের মধ্যে পদত্যাগ না করায় গত বৃহস্পতিবার উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। তাঁর কার্যালয়সহ প্রশাসনিক ভবনেও তালা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন