“ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জকিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। যুব সংগঠক ময়নুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, সমাজসেবা কর্মকর্তার বিনয় ভূষণ দাস, শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ. বি. এম. আশরাফুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দীন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতলিব, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্য খাদ্য বিক্রেতা সহ বিভিন্ন মৎস্য চাষি ও খামার মালিকবৃন্দ। সভায় উপজেলা নির্বাহী অফিসার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।
স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্ঠা ও প্রাজ্ঞ নেতৃত্বে মৎস্যবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৪৯.১৫ লক্ষ টন মৎস্য উৎপাদিত হয়েছে। ভিটামিন, খনিজ লবন এবং সহজপাচ্য আমিষের অসাধারণ উৎস এই মৎস্য সম্পদের সুরক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ এর বিভিন্ন বিধি সমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব আফসানা তাসলিম মৎস্য সম্পদের সুরক্ষা এবং উৎপাদনশীলতা বৃদ্বির লক্ষ্যে সকল শ্রেণির মানুষকে একসাথে কাজ করার আহব্বান জানান।
আলোচনা সভা শেষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং উপজেলার তিন জন মৎস্য চাষীকে মৎস্য এবং রেনু উৎপাদনে সাফল্যের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।