প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশনের উদ্যোগে বন্যাদুর্গত দরিদ্র মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আনোরাশী লতিফিয়া মাদরাসা ও জকিগঞ্জ আইডিয়াল কে. জি. স্কুলে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন জকিগঞ্জ পৌর আল ইসলাহ'র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার প্রভাষক ও এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাওলানা ইমাদ উদ্দিন, এসোসিয়েশনের বাংলাদেশের সমন্বয়ক মাওলানা ফদ্বলুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ আঞ্চলিক শাখার সেক্রেটার মাওলানা আব্দুল কুদ্দুছ, খলাছড়া ইউনিয়ন আল ইসলাহর সহ-সভাপতি হাজী আব্দুল কাদির, দক্ষিন কোরিয়া প্রবাসী মোঃ ছাইদুর রহমান, বেলজিয়াম প্রবাসী মারুফ আহমদ মাহিন, ইউকে প্রবাসী আব্দুল মজিদ, এসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ টিভি'র ডিরেক্টর জামাল আহমদ, জকিগঞ্জ উপজেলার তালামীযের সভাপতি মো. আলিম উদ্দিন, সহ আইটি সম্পাদক আব্দুল্লাহ আল রেজা, মানিকপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম চৌধুরী প্রমূখ।
প্রবাসী এ সংগঠনের উদ্যোগে জকিগঞ্জের বিভিন্ন এলাকার বন্যা আক্রান্ত দরিদ্র মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।