জকিগঞ্জে দারুল কিরাতের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআনের কোন পরিবর্তন, পরিবর্ধন কেউ করতে পারবে না - আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী

শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর সুযোগ্য ছাহেবজাদা, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র কোরআন হলো ঐশী আলো। যে আলো ছাড়া তমাশাচ্ছন্ন দুনিয়া আলোকিত হতে পারে না। মহান আল্লাহ যত মহান তার কালাম তথা পবিত্র কোরআনও তত মহান। পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পরিবর্তন ও বিকৃত হলেও পবিত্র কুরআনের একটি হরফের কোন পরিবর্তন, পরিবর্ধন হয় নি আর কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। মহান আল্লাহ তায়ালা নামাজে কুরআন পড়াকে ফরজ করেছেন বিধায় আমাদের সহী শুদ্ধকরে কুরআন তেলাওয়াত আয়ত্ব করা একান্ত প্রয়োজন। এ ক্ষেত্রে প্রবাসী সংগঠন নাজাত ফাউন্ডেশনের মহতি এ উদ্যোগকে সাধুবাধ জানাই ও তাদের কর্মকান্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী সোমবার সকাল ১১ টার সময় জকিগঞ্জ ইখওয়ান সেন্টারে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের বিভিন্ন শাখাকেন্দ্রের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ইমাদ উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য মাওলানা ময়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রায় শতাধিক কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। রাবে ও খামিছের শিক্ষার্থীদের একহাজার দুইশত এবং আউয়াল থেকে ছালিছ পর্যন্ত শিক্ষার্থীদের একহাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। 

নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বাস্তবাযন কমিটির সদস্য সচিব মাওলানা ফদ্বলুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দীন, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, জকিগঞ্জ পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সিলেট জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ আল-মনজুর, জকিগঞ্জ উপজেলা সভাপতি আলীম উদ্দীন, নাজাত ফাউন্ডেশনের পরিচালক দক্ষিণ কোরিয়া প্রবাসী সাইদুর রহমান, মালেয়শিয়া প্রবাসী হাফিজ বেলাল আহমদ, বেলজিয়াম প্রবাসী মারুফ আহমদ মাহিন, জকিগঞ্জ এসোসিয়েশনের দায়িত্বশীল ইউকে প্রবাসী আব্দুল মজিদ, জকিগঞ্জ উপজেলা হিফজুল কোরআন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আলী হোসেন, জকিগঞ্জ ইউনিয়ন আল-ইসলাহর দায়িত্বশীল মাও. কবির আহমদ ও মাও. আব্দুল্লাহ আল মাশহুদ প্রমুখ।

উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলার সমমনা কয়েকজন প্রবাসী যুবক "নাজাতের আশে-মানবতার পাশে" এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা করেন নাজাত ফাউন্ডেশন সিলেট। শুরু থেকে এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাও. কামাল আহমদ। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন প্রতি বছর পবিত্র কুরআনের বিশ্বনন্দিত প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের বিভিন্ন শাখা কেন্দ্রের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক খেদমতে জড়িত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন