কানাইঘাটে বন্যার্তদের পাশে দিনভর হুছামুদ্দীন চৌধুরী এমপি

সুরমা ও কুশিয়ারার ভাঙ্গনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

আহমদ হোসাইন আইমান ::
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি বলেছেন, কানাইঘাট-জকিগঞ্জ উপজেলায় সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দূযোর্গের কারনে উজান থেকে নেমে আসা আকষ্মিক পাহাড়ী ঢল ও বারি বৃষ্টি পাতের কারনে তার নির্বাচনী এলাকা কানাইঘাট জকিগঞ্জ উপজেলা ৩ দফা বন্যায় ব্যাপক হারে রাস্তা-ঘাট, বাড়ী-ঘর, সুরমা ও কুশিয়ারা নদীর ডাইক বিভিন্ন স্থানে ভেঙ্গে গিয়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বার বার সিলেট অঞ্চলে কেন বন্যা হচ্ছে এ নিয়ে বাস্তব প্রদক্ষেপ গ্রহন সহ তার নির্বাচনী এলাকার মানুষের জানমালের নিরাপত্তার জন্য এবং নদী ভাঙ্গনে বাস্তব প্রদক্ষেপ গ্রহন করতে সুরমা ও লোভা নদী খনন সহ সুরমা ও কুশিয়ারা নদীর তীরবর্তী ডাইকগুলো টেকসই বাঁধ নির্মানের জন্য মহান সংসদে বার বার সরকারের দৃষ্টি আকর্ষনের জন্য বক্তব্য রাখছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি দিনভর কানাইঘাটের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন কালে এসব কথা বলেন।

কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা সুরমা বাজার পরিদর্শন করে বাজারের উন্নয়ন সহ এই এলাকার স্কুল, মাদ্রাসা, মসজিদ ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকাবাসীকে আশ্বস্থ করেন।

এরপর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সুধী সমাবেশের মাধ্যমে সরকারের ভাতাভোগী প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বই প্রদান সহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানের চাল, হাইজিং সামগ্রী বিতরণ করেন সাংসদ সদস্য মাওলানা  হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি এছাড়া সাংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি  লক্ষীপ্রসাদ পূর্ব, লক্ষীপ্রসাদ পশ্চিম, কানাইঘাট সদর ইউনিয়নের গৌরীপুর সুরমা ডাইক ও পৌরসভার বিভিন্ন এলাকা নৌকা নিয়ে নদীপথে ঘুরে ঘুরে সুরমা নদীর ভাঙ্গন কবলিত ডাইকগুলো দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

পরে মাওলানা  হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি কানাইঘাটের উপকার ভোগীদের মধ্যে ভাতার বই বিতরন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন