সিলেটের বন্দরবাজারে ছুরিকাঘাতে বীমা কর্মী নিহত


সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় দিন-দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিহাব উদ্দিন (২০) নামে এক তরুণ বীমা কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই ) বিকেল ৪টার দিকে করিম উল্লাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার রাউতখাই গ্রামের সুমন আহমেদের ছেলে। তিনি বাদামবাগিচা এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন জানান, শিহাব উদ্দিন করিম উল্লাহ মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী রানা তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করে। শিহাব তাকে ধরে ফেলার চেষ্টা করলে রানা ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা শিহাবকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ অভিযান চালিয়ে রানা নামের এই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন