জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সুরমা নদীর বিভিন্ন স্থানে সৃষ্ট ভাঙ্গন পরিদর্শন করলেন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।
বুধবার দুপুরে ২ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ, মৌলভীরচক গ্রামের ভাঙ্গন পরিদর্শন করেন।
এ সময় তিনি ভাঙ্গন কবলিত এলাকার বেড়িবাঁধের যে সব স্থান নিচু রয়েছে সে স্থান গুলোতে দ্রুত মাটি ভরাট সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্গতির কথা শুনে তাদের দুঃখ লাঘবে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগ কে দ্রুত কাজ করা আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর,কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা কুতুবুল আলম, হাজীগঞ্জ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্ঠা মাস্টার জামাল উদ্দিন লস্কর, ডা.আব্দুর রহমান, জয়নাল আবেদীন মেম্বার, বদরুল হাসান মেম্বারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।