জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস শুক্কুরের ইন্তেকাল : দাফন সম্পন্ন

জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আব্দুস শুক্কুর সিকই মাস্টার মঙ্গলবার সকালে বার্ধ্যক্যজনিত কারণে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে যান।

মঙ্গলবার সুলতানপুর ইউনিয়নের হাজী নছিব আলী মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে হালঘাট গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম সিকই মাস্টার দীর্ঘদিন এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। সিকই মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক শোকতপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন